ads

রবিবার , ১৭ আগস্ট ২০১৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার প্রতিশোধ নিতে ফেসবুকে প্রেমিকের নগ্ন ছবি!

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
আগস্ট ১৭, ২০১৪ ৭:৩৫ অপরাহ্ণ

FBজয়দেব দাসঃ সমাজে পুরুষরাই মহিলাদের ব্যবহার করেছে, তাদের নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায়ে পোস্ট করে লজ্জায় ফেলেছে। সেই লজ্জা থেকে বাঁচতে তারা অনেক সময়ই আত্মহননের পথ বেছে নিয়েছে। কিন্তু এবার উত্তরপ্রদেশে এই ঘটনার উলটপুরাণ ঘটল।একজন প্রেমিকা তার প্রেমিকের ওপর প্রতিশোধ নিতে, তাকে দীর্ঘদিন ধরে এড়িয়ে চলার অপরাধে, অন্যের নগ্ন ছবির ওপর প্রেমিকের ছবি লাগিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। শুধু তাই নয় সেই প্রেমিকের ফোন নম্বর বিভিন্ন পর্ন সাইটে দিয়ে তাকে বিড়ম্বনায় ফেলে দেয়।

Shamol Bangla Ads

গত মাসে কোনও এক বন্ধু পার্টিতে উঠতি ব্যবসায়ী দেবেশ শর্মার সঙ্গে দেখা হয় কুড়ি বছরের সেই তরুণীর। সেখানেই দেবেশ সেই তরুণীকে প্রতিশ্রুতি দেয় তার ২৩ বছরের দিদিকে সে তার সংস্থায় টেলি কলারের চাকরি দেবে। এরপর আস্তে আস্তে দুজনের মধ্যে বন্ধুত্ব বাড়ে, দাবি দেবেশের। দেবেশের কথায়, তাকে মেয়েটি জানায় সে এই শহরে নতুন এসেছে, আর এই শহরকে জানতে চায় সে। তারপর একসঙ্গে তারা বিভিন্ন পার্টিতে যেতে শুরু করে। ফ্রেন্ডশিপ ডে-র দিন মেয়েটি হঠাত্ই দেবেশের কাছে আবদার করে একটি সাড়ে চার হাজার টাকা দামের হ্যান্ডব্যাগ ও ৯ হাজার টাকা দামের মিনিস্কার্ট চেয়ে বসে। দেবেশের কথায় সে সরাসরি সেই উপহার দিতে পারবে না বলে জানিয়ে দেয়। তারপর সেদিন রাতে তাদের একটি ডিস্কোথেকে যাওয়ার কথা ছিল, কিন্তু ডিস্কোয়ে যাবে না বলে জানিয়ে দেয় দেবেশ। তারপর তাদের শুধুই মোবাইল ফোন ও ই্টারনেটেই কথা হয়।কিন্তু তাতেও মেয়েটির দামি উপহার চাওয়ার দাবি থামে না। তখন নিজেকে মেয়েটির থেকে সরিয়ে নেওয়াতেই স্বচ্ছন্দবোধ করে দেবেশ। সেইমতো তার ফোন ধরাও বন্ধ করে দেয়। কিন্তু গত ৪ অগাস্ট দেবেশকে মেয়েটি প্রায় ১০০বার মতো ফোন করে, আর ৫০টি ম্যাসেজ পাঠায়। সেখানে মেয়েটি হুমকিও দেয়, যদি তাকে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে ফল ভাল হবে না। এরপরই মেয়েটি শর্মার কাছ থেকে দু লক্ষ টাকা চায়। দেবেশ যখন জানিয়ে দেয় এই টাকা তার পক্ষে দেওয়া সম্ভব নয়, তখন সে কুড়ি হাজার টাকা দাবি করে। এরপরই পুলিশে এবিষয় বিষদে জানিয়ে রাখে দেবেশ। তারপরই সে জানতে পারে ফেসবুকে তার মিথ্যে প্রোফাইল তৈরি করে মেয়েটি বিকৃত নগ্ন ছবি দিয়েছে। তখনই দেবেশ সাইবার সেলে অভিযোগ জানায়। অবশেষে মেয়েটি দেবেশের কাছে মৌখিক ক্ষমা চাইলেও, তার বিরুদ্ধে থানায় এফআইআর করার কথা ভাবছে দেবেশ ও তার পরিবারের লোকেরা।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!