রংপুর প্রতিনিধি : ফিলিস্তিনের গাঁজায় ইসরাইল হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার রংপুরে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ও মহানগর বিএনপি’র উদ্যোগে আজ দুপুর ১টার দিকে জেলা বিএনপি’র কার্যালয় থেকে বিশাল কালো পতাকার মিছিল বের করা হয়। মিছিলটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সভাপতি এমদাদুল হক ভরসা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক সামসুজ্জামান সামু, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান লাকু, জেলা সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাঙ্গা, জেলা যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাজমুল আলম নাজু, ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহ জিল্লুর রহমান, জাসাসের সভাপতি এ্যাডভোকেট রেবেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
