শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া(খুলনা) : ডুমুরিয়া উপজেলার ওপর দিয়ে পেরিয়ে যাওয়া খুলনা-সাতক্ষীরা মহাসড়কটি যানবাহন চলাচলে চরম ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। মেরামত কর্মীরা প্রতিনিয়ত কাজ করেও যেন ঠিক করতে পারছে না। তারা রাস্তার একপ্রান্তে কাজ সম্পন্ন করে অন্যপ্রান্তে যেতে না যেতেই খোয়া-পিচ উঠে সেই যা তাই অবস্থা।
দেখা গেছে, খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার কৈয়া সেতু থেকে চুকনগর বাসষ্টান্ড পর্যন্ত রাস্তাটির প্রায় স্থানের পিচ-খোয়া উঠে ছোট,বড় খাদে পরিনত হয়েছে। তাই যে কোন ধরনের যাবাহন চলছে চরম ঝুঁকির মধ্যে দিয়ে। রাস্তাটির এ করুণ পরিণতিতে বেড়েছে সড়ক দুর্ঘটনাও। আবার সড়ক ও জনপদ কর্তৃপক্ষ ওইসব স্থানে বার বার মেরামত করলেও কোন সুফল হচ্ছে না। ভাঙ্গন স্থানে কাজ করে যেতে না যেতেই পিচ-খোয়া উঠে সেই একই অবস্থা। এরমধ্যে জিলেরডাঙ্গা কালভার্টের পাশে, হাসপাতাল মোড়’র পাশে, ফায়ার সার্ভিস অফিসের পাশে, বালিয়াখালী সেতুর দু’পাশে, টিপনা মসজিদের সামনে, বরাতিয়া স্কুলের সামনে ও কাঁঠালতলা স্কুলের সামনে যেন উল্লেখযোগ্য। এখানে মেরামত কর্মীরা বার বার কাজ করেও যেন সড়কটি পরিপূর্ণ করতে পারছে না। ওইসব এলাকার বাসিন্দারা জানান, প্রায়ই দিন গাড়ীতে করে পীচ, খোয়া জ্বালিয়ে রাস্তায় কাজ হয়। কিন্তু দুই/এক দিন যেতে না যেতেই যা তাই অবস্থা। ডুমুরিয়া বাসষ্টান্ডে দাড়িয়ে থাকা ইজিবাইক, মাহেন্দ্রা ও যাত্রীবাহী বাসের কয়েকজন চালক ও যাত্রীরা জানান, বর্তমান রাস্তার অবস্থা খুব খারাপ। প্রায় জায়গায় পিচ-খোয়া উঠে বড় বড় গর্ত হয়ে গেছে। এখন বৃষ্টি পানি ওইসব গর্তে জমে থাকায় চরম অসুবিধা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্মাণ ও প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা ইঞ্জিনিয়ার আব্দুল খালেক জানান, সড়কটি খারাপ হয়ে গেছে আমিও জানি। কিন্তু এটা মেরামত ও নির্মানের কাজ সড়ক ও জনপদ বিভাগ করে থাকেন।
