ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে বন ও কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন করেন ধর্ম মন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক, পৌর মেয়র ইকরামূল হক টিটু, বিভাগীয় বন কর্মকর্তা মঈনুদ্দিন খান প্রমুখ। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালীটি টাউন হল মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
