ইমরান হোসাইন, রাজশাহী : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির সরকারবিরোধী আন্দোলন নিয়ে সরকার মোটেও চিন্তিত বা বিচলিত নয়। জনসাধারণ দেশেটাকে সুন্দর দেখতে চায়। বর্তমান সরকার দেশের জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যাচ্ছে। গতকাল বুধবার দুপুরে রাজশাহী সার্কিট হাউজে রাজশাহী বিভাগীয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
সূত্র জানায়, রাজশাহী বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত দুই ঘণ্টাব্যাপী এক বৈঠকে রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। এসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আগামীদিনে বিএনপি জোটের সহিংস আন্দোলনসহ রাজনৈতিক যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। বৈঠকে রাজশাহী অঞ্চলের মাদকের ব্যবহার দিন দিন বেড়ে যাওয়া উদ্বেগ প্রকাশ করে তা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ করা এখন আমাদের বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। সর্বনাশা মাদক আমাদের মেধা নষ্ট করে দিচ্ছে। যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মেধায় রক্ষা মাদক বন্ধ করতে হবে।
বৈঠকে অন্যান্যের মধ্য পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, মাদক নিয়ন্ত্রণ অধিদফরের মহাপরিচালক মোহাম্মদ আতোয়ার রহমান ও রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ।
