হোসেনপুর(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুত্স্পৃষ্টে এক কাঠুরিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৩ আগষ্ট বুধবার সকালে ওই ঘটনা ঘটে।

পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, বুধবার সকালে হোসেনপুর পৌর এলাকার দ্বীপেশ্বর চন্দু মিয়ার লাকড়ির দোকানে কাজ করার সময় কাঠুরিয়া গিয়াস উদ্দিন (৫২) বিদ্যুত্স্পৃষ্ট হয়। স্থানীয় লোকজন গুরুরত আহত অবস্থায় হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষনা করেন। সে উপজেলার কাইছমা গ্রামের মৃত মালি হোসেনের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
