রংপুর প্রতিনিধি : রংপুরে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। ১৩ আগষ্ট বুধবার সকালে কাউনিয়া উপজেলার মীরবাগে ওই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, নারায়নগঞ্জ থেকে কুড়িগ্রাম-চিলমারীগামী শ্যামলী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস আজ সকাল ৬টার দিকে কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা লালমনিরহাট থেকে রংপুরগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ২ জন নিহত এবং হাসপাতালে নেয়ার পথে আরও ১ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় ২০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই সড়কে ৩ ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকে।
