শ্যামলবাংলা ডেস্ক : নতুন ইমেইল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে টেলিফোন নাম্বার দেয়া বাধ্যতামূলক করছে জিমেইল ও ইয়াহু। এক্ষেত্রে জিমেইল মোবাইল ও টেলিফোন নম্বার উভয়ই গ্রহণ করলেও ইয়াহু শুধু মোবাইল নম্বার গ্রহণ করবে বলে জানিয়েছে। এক প্রতিবেদনে ওই খবর জানিয়েছে পিটিআই।
অনাকাঙ্ক্ষিত ইমেইল (স্পাম) প্রেরকদের খুঁজে বের করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। ইমেইলে নতুন আইডি খোলার ক্ষেত্রে গ্রাহকদের দেওয়া নম্বরগুলো তাদের আইডি’র প্রমাণ হিসেবে ব্যবহার করবে জিমেইল ও ইয়াহু। টেলিফোন নম্বার দেয়ার বাধ্যবাধকতার পাশাপাশি একই নম্বার ব্যবহার করে একাধিক মেইল আইডি খোলার ব্যাপারেও সীমাবদ্ধতা আরোপ করেছে জিমেইল। তবে একটি নম্বার থেকে ঠিক কতটি আইডি খোলা যাবে তা পরিষ্কার করেনি তারা।
তবে এ পদক্ষেপকে গ্রাহকের ব্যক্তিগত গোপনীয়তার ওপর ‘হামলা’ বলে এর সমালোচনা করেছে ভারতের ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো।