চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কাকারা বনবিটে সামাজিক বনায়নের বরাদ্দ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসি। গতকাল ১২আগষ্ট বিকাল তিনটায় শাহওমর (রা:) মাজার এলাকায় বনায়ন বঞ্চিত দু’শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ প্রদর্শন করেছে। তারা বিক্ষোভ শেষে একটি সমাবেশ করে। সমাবেশে দ্রুত সময়ে বরাদ্দ দেয়া বনায়ন বাতিল করে নতুন তালিকা করার দাবী জানান।

বনায়ন বঞ্চিত মো: সেলিম, মকছুদ আহমদ, মোহাম্মদ হোছাইন, আবদুল মন্নান, কফিল উদ্দিন ও আবছার জানান, চকরিয়া উপজেলা কাকারা ইউনিয়নের বনবিট এলাকার নরসিংগ মোরা ও মলাশিয়া নামক দুটি পাহাড়ে দীর্ঘ ১০/১২বছর ধরে ৬৩টি পরিবার বসবাস করে আসছিলো। ওইসব পাহাড়ে তারা বিভিন্ন ফলজ, বনজ ও ওষুধী গাছসহ চাষবাস করে জীবিকা নির্বাহ করে আসছে। গত দুই মাস পূর্বে কাকারা বনবিটের অধীনে নরসিংগ ও মলাশিয়া পাহাড়ের ৬৩একর জমি জনপ্রতি এক একর করে বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত হয়। ৬৩একর জমির অধীনে প্রায় সাড়ে তিন’শ লোক আবেদন করেন। গত ১০আগষ্ট আবেদনকারীদের মধ্যে যাচাই বাছাই করে চুড়ান্তভাবে ৬৩ জনের নামের তালিকা প্রকাশ করে কাকারা বনবিট। প্রকাশিত তালিকায় দীর্ঘদিন ধরে বসবাসকারী কোন লোকজন বনায়ন বরাদ্দ পায়নি। ফলে আগে থেকে বসবাসকারী এবং নতুন বরাদ্দ পাওয়া উপকারভোগীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে। তারা দ্রুত বনায়ন বাতিল করে নতুন তালিকা করার দাবী জানান। প্রকাশিত তালিকায় যাদের নাম রয়েছে, তারা কেই সামাজিক বনায়ন পাওয়ার যোগ্য নয়। হতদরিদ্র, দুস্থ মহিলা ও অনগ্রসর জনগোষ্ঠিসহ আবেদনকারীকে এককিলোমিটারের মধ্যে হতে হবে এইরকম নিয়ম থাকলেও কিন্তু প্রকাশিত তালিকায় কোন নিয়মনীতি মানা হয়নি। দীর্ঘদিন ধরে ওইপাহাড়ে বসবাসকারী লোকজন বরাদ্দের জন্য আবেদন করলেও দুয়েকজন ছাড়া কেই পায়নি। এ অবস্থায় এসব পরিবার গুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। গতকাল ১২আগষ্ট বিকাল তিনটায় শাহওমর (রা:) মাজার এলাকায় বনায়ন বঞ্চিত দু’শতাধিক নারী-পুরুষ বর্তমান তালিকা বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে। তারা বিক্ষোভ শেষে একটি সমাবেশ করে। সমাবেশে দ্রুত সময়ে বরাদ্দ দেয়া বনায়ন বাতিল করে নতুন তালিকা করার দাবী জানান।
