এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৩দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে।

ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৩নং জামুরিয়া মডেল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম খান হেস্টিংস, উপজেলা কৃষি অফিসার নূরে আলম সিদ্দিকী, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ, সাইফুর রহমান মিন্জু প্রমুখ।
