নাটোর প্রতিনিধি : জেলার গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী রেজাউল করিম সবজুকে চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক অভিযোগের দায়ের করা মামালায় গ্রেফতার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
জানা যায়, গুরুদাসপুর উপজেলা দলিল লেখক সমিতির দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতা রেজাউল করিম সবুজ আত্মগোপনে থাকা অবস্থায় গোপন সুত্রে খবর পেয়ে ওসি (তদন্ত) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রবিবার রাত সাড়ে ১২টায় উপজেলার নয়াবাজার আইড়মারি ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে নাটোর আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
