তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ আগষ্ট রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম মামুনুর রশিদ ।
সভায় বক্তব্য রাখেন জেলা ব্যবসা-বাণিজ্য শাখার সহকারী কমিশনার মোহাম্মদ ফিরুজ আল মামুন, ক্যাব কুমিল্লার সভাপতি মোহাম্মদ আলী হাজারী এবং জিএম সিকান্দার উইং (অবঃ) কমান্ডার প্রমুখ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাব কুমিল্লার সেক্রেটারী অ্যাডভোকেট খোরশেদ আলম ও সদস্য শওকত আলী হাজারী প্রমুখ।
সভায় বক্তারা বাজারে ফরমালিনমুক্ত খাদ্য নিশ্চিতকরণে স্থানীয় উদ্যোগ গ্রহণ, বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট করা এবং ভোক্তা অধিকার বিষয়ে সচেতন করার জন্য প্রয়োজনীয় প্রচারনা, সভা আয়োজন করাসহ প্রভৃতি বিষয়ের উপর আলোচনা করেন।
