মো.সুজন রানা, নন্দীগ্রাম (বগুড়া) : দারিদ্র্যতা অভাব-অনটন কাকে বলে তা ছোট বেলা থেকেই টের পেয়েছে হত দরিদ্র অর্জুন কুমার । সে কারণে ছোট বেলায় কান পরিষ্কার করার কাজ পেশা হিসেবে বেছে নিয়ে জীবন যাপন শুরু করে। যে সময় অর্জুন কুমারের লেখাপড়া করার সময় সে সময় তার দারিদ্র্য ও আর্থিক অভাব অনাটনের কারণে লেখাপড়া করার ভাগ্য জোটেনি। সে কারণে তার কর্ম সন্ধান করতে হয়। নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহেবগঞ্জ গ্রামের ধনিলাল বৈদ্যর ছেলে অর্জুন কুমার বৈদ্য। বর্তমান তার বয়স ২৫ বছর। ১০ বছর বয়স থেকে অর্জুন কুমার কান পরিষ্কার করার কাজ পেশা হিসেবে বেছে নেয়। তার বাবা-মা বেচে নেই। এক স্ত্রী ও এক মেয়েকে নিয়ে তার সংসার। সে কান পরিষ্কার করার জন্য বাড়ি থেকে ছুটে চলে বিভিন্ন শহর থেকে গ্রাম-গঞ্জে ও হাট-বাজারে। সে বেশির ভাগ আত্রাই, রানী নগর, নন্দীগ্রাম, কাহালুু, নাটোর সদর, সিংড়া, নলডাঙ্গা এলাকায় কান পরিষ্কারের কাজ করে আসছে। দু’টি কান পরিষ্কার করে অর্জুন কুমার ২০ টাকা মজুরি পায়। প্রতিদিন সে ২০ থেকে ২৫ জন মানুষের কান পরিষ্কার করে। এতে তার দিনে ২ শ’ থেকে আড়াই শ’ টাকা উপার্জন হয়। অর্জুন কুমারের সাথে কথা বললে সে বলে মানুষের কান পরিষ্কার করে ওই টাকা উপার্জন করেই আমার সংসার চলে। অভাব অনাটন কাকে বলে তা আমি ছোট বেলা থেকেই বুঝতে পেরেছি। তাই এ পেশা নিয়েই কোনোরকমে বেচে আছি। ১৩ মার্চ নন্দীগ্রাম প্রেস ক্লাব চত্বরে কান পরিষ্কার কাজ করতে এসে তার জীবনের দুঃখ দূর্দশার কথা বলেন।