নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি মাঠে শনিবার বিকালে আদিত্যপুর ও গয়াহরি গ্রামের ফুটবল খেলোয়ারদের মাঝে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসাবে প্রীতিম্যাচের উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। এ সময় বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী,সাবেক সভাপতি পৌর কাউন্সিলর এটি এম সালাম,সাংবাদিক মোঃ বদরুজ্জামান,। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা সহকারী শিক্ষা অফিসার নিত্যানন্দ দাশ,দূর্গা চরন দেব,অমিরন দাশ,মোঃ নুরুজ্জামন,শিক্ষক শিলাপদ দাশ,জ্যোতিষ দেব,বাবলু দাশ,অনুপ দাশ,মোস্তফা মিয়া,পান্ডব দেব,রাজন রায় প্রমূখ। খেলায় আদিত্যপুর ও গয়াহরি গ্রামের দলের মাঝে ১-১ গোলে ড্র হলে অতিথি দল হিসাবে আদিত্যপুর দলের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্টানে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন,যুবকদের শরীর চর্চ্চাকে টিকিয়ে রাখতে গয়াহরি গ্রামওে একমাত্র খেরার মাঠকে সংস্কারের জন্য সর্বাত্মক সহযোগীতা করা হবে।
নবীগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মষ্টমী পালনে প্রস্তুতি সভা অনুষ্টিত

নবীগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালনের লক্ষ্যে গতকাল রাতে স্থানীয় গোবিন্দ জিউড় আখড়ায় এক সভা অনুস্টিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদেও সভাপতি নিখিল আচার্য্যরে সভাপতিত্বে অনুষ্টিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,গোবিন্দ জিউড় আখড়ার পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় কর,যুগ্ম সাধারন সম্পাদক প্রমথ চক্রবর্তী বেনু,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুখেন্দ্র রায় বাবুল,উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাদারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পার হিমেল,যুগ্ম সাদারন সম্পাদক পবিত্র বনিক,ডাঃ অমলেন্দু সুত্রধর,সাংগঠনিক সম্পাদক প্রভাষক জন্টু চন্দ্র রায়,অর্থ সম্পাদক হিমাংশু শেখর রায়,শিক্ষক প্রজেশ রায় নিতন, বিধান ধর,নৃপেন্দ্র পাল,হিমাদ্রী শেখর দেব মিঠু,নীলকণ্ট দাশ সামন্ত নন্ঠী প্রমূখ। সভায় আগামী ১৭ই আগষ্ট ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী জাকজমকভাবে পারনের জন্য সুবিনয় করকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট জন্মাষ্টমী উদযাপন কমিটি গঠন করা হয়।
