তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লায় ১০ আগস্ট রবিবার সাড়ে ৮টায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুবেদার মোঃ আব্দুস সাত্তারএর নেতৃত্বে বিবির বাজার দায়িত্বপূর্ণ এলাকার গাজীপুর নামক স্থান হতে ১ হাজার ৯শ’ ৮ প্যাকেট আতশবাজী আটক করেছে বিজিবি-১০। যার মূল্য ১০ লাখ ৬৪ হাজার ৫’শ টাকা। এছাড়াও যাত্রারখিল, শরিফপুর, বলারডেপা, কালিকাপুর, তালতলা, গোমতী নদীর পাড়, কেরাননগর এবং বিবির বাজার আইসিপি এলাকা অভিযান চালিয়ে ভারতীয় হুইস্কি, বিয়ার, কসমেটিক্স ও ডেইরী মিল্ক চকলেট আটক করেছে বিজিবি।
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুমিল্লার অধিনায়ক পরিচালক মোঃ শহিদুর রহমান এ প্রতিনিধিকে জানান- অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক দ্রব্য ও আতশবাজিসহ অন্যান্য মালামাল আটক করেছে বিজিবি। আটককৃত দ্রব্যাদির মূল্য ১৪ লাখ ৪১ হাজার ২৫ টাকা। আটককৃত মালামাল কুমিল্লা শুল্ক অফিসে জমা করা হয়েছে।