ads

শনিবার , ৯ আগস্ট ২০১৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ায় বাজার বসানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত-১০

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
আগস্ট ৯, ২০১৪ ৬:৫৫ অপরাহ্ণ
বগুড়ায় বাজার বসানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত-১০

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে বাজার বসানোকে কেন্দ্র দু’দল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মহিলা সহ ১০ জন আহত হয়েছে । খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাঠিচার্জ ও ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পরিবেশ শান্ত রাখতে মালিপাড়া বাজারে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে । এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। গুরুতর আহতরা হলেন মালিপাড়া গ্রামের হাসেন আলীর পুত্র আমিনুল (৩০), আমির আলীর পুত্র মজিবুল, ও একই গ্রামের ছাত্রদল কর্মী আলমগীর হেসেন (২৫) শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । ওই গ্রামের আব্দুল করিমের স্ত্রী ফরিতন (৪০), হামিদ মন্ডলের পুত্র শাহ আলম (২৫),আমির উদ্দিনের পুত্র নজরুল (৩৩) সহ আরো ৫-৬ জন স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন ।

Shamol Bangla Ads

জানা যায়, উপজেলার মাদলা ইউনিয়নের মালিপাড়া বালক এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনার অর্থ যোগানের উৎস হিসেবে গ্রামবাসীর সিদ্ধান্তে ২০০৬ সালে মাদ্রাসার পার্শ্বে নিয়মিত সকাল বাজার বসায় মাদ্রাসা কর্তৃপক্ষ । চলতি বছরের ফেব্রয়ারি মাসে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর গ্রামবাসী ওই বাজারের পার্শ্বে একটি বাজার বসানোর সিদ্ধান্ত নেয় । তাদের গ্রামেও রয়েছে একটি বালিকা এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা । সেই মাদ্রাসার উন্নয়নের নামে ৯ ফ্রেবুয়ারি মাদ্রাসার পাশে তারা নিয়মিত সকাল বাজার বসায় । মালিপাড়া গ্রামবাসী দাবি একটি বাজার রয়েছে আর কোন বাজারের প্রয়োজন নাই। বিষয়টি সমঝোতা আনতে একাধিকার বৈঠক করলেও ব্যর্থ হন স্থানীয় প্রশাসন । দুই গ্রামবাসীই পৃথক ভাবে বাজার পরিচালনা করে আসছে । মালিপাড়া গ্রামবাসী বিভিন্ন এলাকার বিক্রেতাদের নতুন বাজারের যেতে বাধা দেয় । এতে করে দু’গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হতে থাকে । এক পর্যায়ে শনিবার সকাল সাড়ে ৭ টায় মালিপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে বাবলু মিয়া এক কাচাঁমাল বিক্রেতাকে কাচাঁমাল নিয়ে নতুন বাজারে বিক্রি করতে যাওয়ার পথে বাধা দেয় । এই খবর রামচন্দ্রপুর গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা একজোট হয়ে বাবলুকে মারপিট করে এবং মালিপাড়া বাজারের বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে । এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বেধেঁ যায় । ঘটনাস্থলটি পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) রীভা চাকমা । তিনি সাংবাদিকদের জানান এ ঘটনা দ্রত সমাধান করা হবে উভয় পক্ষকে উপজেলায় আসতে বলা হয়েছে । থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, এই বিষয় নিয়ে আইন শৃ্খংলা পরিস্থিতির যাতে অবণতি না ঘটে সেজন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!