ads

শনিবার , ৯ আগস্ট ২০১৪ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন গুরুতর আহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
আগস্ট ৯, ২০১৪ ৫:৪৩ অপরাহ্ণ
পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন গুরুতর আহত

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা ও সাবেকগুলদি ষ্টেশনে পৃথক সড়কদুর্ঘটনায় শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের পেকুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, গত ৮ আগষ্ট বিকাল ৫ টার দিকে বারাইয়াকাটা রাস্তার মাথা এলাকায় এবিসি সড়কে বাঁশখালী থেকে পেকুয়াগামী হাজী রশিদ আহমদ এক্সপ্রেস নামীয় সিএনজি গাড়ী যার নং- চট্রগ্রাম-(থÑ১২২৫৭১)পথচারী তাসফিয়া(৫)নামের শিশুকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। আহত শিশু তাসফিয়া ওই এলাকার হাসিম আলীর মেয়ে। এলাকাবাসী ওই গাড়ীটিকে আটক করে। স্থানীয় মেম্বার মোস্তাক আহমদ ওই মেয়েটি দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনা স্বীকার করেন। অপরদিকে গাড়ীতে থাকা হামিদ নামক একজন যাত্রী গুরুতর আহত হয়। অপরদিকে সাবেকগুলদি ষ্টেশনে গতকাল রাত ৮ টার দিকে সিএনজি গাড়ীর ধাক্কায় খুইল্লা বিবি নামের একজন ভিক্ষুক আহত হয়।

পেকুয়ার শিলখালীতে গণডাকাতির ঘটনায় জড়িতদের বাঁচাতে আ.লীগের ডাকা প্রতিবাদ সভা ব্যবসায়ীদের প্রতিরোধে পন্ড

Shamol Bangla Ads

পেকুয়া উপজেলার শিলখালীর পাহাড়ি এলাকা জারুল বনিয়া স্টেশনে গণডাকাতির ঘটনায় জড়িতদের বাঁচাতে স্থানীয় আ.লীগের ডাকা প্রতিরোধ সভা ডাকাতির শিকার ব্যবসায়ীদের প্রতিরোধের মুখে প- হয়েগেছে। অনাকাংখিত ঘটনা এড়াতে পেকুয়া থানার এস.আই বিমল ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশি টহল প্রদর্শন করে প্রতিবাদ সভার ব্যানার নিয়ে আসে। প্রত্যক্ষদর্শী ও জারুলবুনিয়া ষ্টেশনের ব্যবসায়ীদের সূত্রে জানাযায়, ৫মে দিবাগত রাতে জারুলবুনিয়া ষ্টেশনের ১৬ দোকানে গণডাকাতির ঘটনা সংঘটিত হয়। ডাকাত দলের সদস্য ব্যবসায়ীদের ব্যাপক মারধর ও লুটপাট করে যাতে মামলা না করে সে জন্যে প্রকাশ্যে হুমকি ধমকির পরও ব্যবসায়ী নুর মোহাম্মদ বাদী হয়ে ৬মে পেকুয়া থানায একজনের নাম উল্লেখ ২৫/৩০জন অজ্ঞাত দেখিয়ে মামলা দায়ের করা হয় মামলা নং-০৭। পরবর্তীতে স্থানীয় আ.লীগনেতা ও ইউপি সদস্য বাদশা মেম্বার ডাকাতি মামলার বাদীকে প্রকাশ্যে ডাকাতি মামলার বাদী হওয়ার অজুহাতে মারধর করলে ও ব্যবসায়ীদের ভাষ্যমতে চিহ্নিত ডাকাতদের বিরুদ্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চিহ্নিত ডাকাতদের গ্রেফতার করতে দরখাস্ত দায়ের করা হয়। ইতিমধ্যে ডাকাতরা ওই ষ্টেশনে কয়েকদফা হানা দিয়ে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পিছু হটে। ব্যবসায়ীদের অভিযোগ কারা ডাকাতি করেছে তা সবার মাঝে পরিস্কার হলেও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা সম্ভব হয়নি। এদিকে গতকাল ৮আগষ্ট বিকাল ৩টায় স্থানীয় জারুলবুনিয়া আ,লীগের উদ্যোগে ওই গণডাকাতির ঘটনাকে সাজানো উল্লেখ করে আ.লীগ পন্থি লোকদের ডাকাতি মামলায় জড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। দিবালোকের মতো সত্য একটি ডাকাতির ঘটনাকে ধামাচাপা দিতে সরকারী দলের ব্যানারে চকরিয়া উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাফরকে প্রধান অতিথি করে ও পেকুয়া উপজেলা আ.লীগের সভাপতি সম্পাদক সহ স্থানীয়দের নামে হ্যান্ডবিল লিফলেট ছাপিয়ে ও মাইকিং করে জারুল বুনিয়া ষ্টেশনে ডাকাতদের বাচাতে প্রতিবাদ সভার আয়োজন করলে ব্যবসায়ী ও এলাকাবাসীর মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ৮আগষ্ট সকালেই ব্যবসায়ী ও এলাকাবাসী জারুলবুনিয়া স্টেশনে জুতার গেইট তৈরী করে ওই প্রতিবাদ সভার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ প্রতিক্রিয়া জানায়। সকাল থেকেই ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে অবরোধ করে জারুল বুনিয়া স্টেশনে। পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের ধারস্থ হলে থানা প্রশাসনও অনাকাংখিত ঘটনা এড়াতে প্রয়োজনে ওই এলাকায় ১৪৪ধারা জারির ঘোষনা প্রদান করে বলে জানাযায়। শেষ পর্যন্ত স্থানীয় আ.লীগের ডাকা প্রতিবাদ সভা প- হয়েযায়। এদিকে স্থানীয় আ.লীগের ডাকাতদের পক্ষে প্রতিবাদ সভা আর ব্যবসায়ীদের প্রতিরোধের ঘোষণাকে কেন্দ্র করে সারাদিন শিলখালীতে টান টান উত্তেজনা বিরাজ করে সর্বোপরি কোনপ্রকার ঘটনা ছাড়াই আ.লীগের প্রতিবাদ সভা আর হয়নি। মামলার বাদি নুর মোহাম্মদ জানিয়েছেন, স্বাধীনতা উত্তর এলাকায় এতবড় গণডাকাতির ঘটনা ঘটেনি। এঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্যে সরকারী দলের ব্যানারে প্রতিবাদ সভার আয়োজন নিয়ে আমরা ব্যবসায়ীরা হতবম্ভ। তাই ব্যবসায়ীরা জুতার গেইট ও ঝাড়– উত্তোলন করে প্রতিবাদ ও ঘৃণা জ্ঞাপন করেছি। সকালে ঝাড়– মিছিল করতে গেলে স্থানীয় মৃত বজল আহমদের ছেলে জসিম তাকে মারধর করে দ্রুত চলেগেছে। এব্যাপারে স্থানীয় মেম্বার ও শিলখালী ইউনিয়ন আ.লীগনেতা বাদশার কাছে জানতে চাইলে তিনি স্থানীয় আ.লীগের প্রতিবাদ সভা ব্যবসায়ীদের প্রতিরোধের মুখে হতে পারেনি স্বীকার করে বলেন, তিন দিন ধরে তিনি এলাকার বাইরে আছেন, এলাকায় এসে শুনেছেন ব্যবসায়ীরা জুতার গেইট সহ প্রতিরোধ করায় আ.লীগের প্রতিবাদ সভা অনুষ্টিত হয়নি। শিলখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আ,লীগনেতা নুরুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ছগির নামক এক ব্যক্তি তাকে দাওয়াত দিয়েছেন তবে তিনি এলাকায় উপ্িস্থত না থাকায় অনুষ্টানে অংশ গ্রহণ করেননি অনুষ্ঠান হয়েছে কিনা তাও জানেননা। শিলখালী ইউনিয়ন আ,লীগের সম্পাদক বেলাল উদ্দিনের কাছে জানতে তার ব্যবহৃত মোবাইলে কয়েকবার যোগাযোগের চ্ষ্টো করেও রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এদিকে জারুল বুনিয়া ষ্টেশনের ব্যবসায়ীরা বলেন, ৮আগষ্ট রাত ৯টার পরে চিহ্নিত ডাকাতরা ব্যবসায়ীদের প্রকাশ্যে হুমকি দেয়ায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এব্যাপারে পেকুয়া থানার এস.আই বিমলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আ.লীগের পূনর্মিলন ও প্রতিবাদ সভা আর ব্যবসায়ীদের প্রতিরোধের কথা শুনে ঘটনাস্থলে গেলে দোকনপাট বন্ধ দেখি পরে কোন প্রকার সভাসমাবেশ অনুষ্ঠিত হয়নি কোন ঘটনাও হয়নি।

পেকুয়ায় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়ানোর নিন্দা

পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের বি.এন.পি যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মালায় জড়ানোর নিন্দা জানিয়েছে ইউনিয়ন বি.এন.পি ওঅঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। টইটং ইউনিয়ন সভাপতি জয়নাল আবেদীনকে ৯ নং আসামী, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল কাদের এমইউপি, টইটং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ৬ নং ওয়ার্ডের মেম্বার সাহাদাত হোসাইন, ইউনিয়ন যুবদলের সদস্য সাহাদাত হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সদস্য মিজানুর রহমান কে মিথ্যা মামলায় জড়ানোর তীব্র নিন্দা জানিয়ে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়। ইউনিয়ন বিএনপি, যুবদল,ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানান, ঈদুল ফিতরের দিন বিকালে তারা দা বাহিনীর প্রধান জাহেদ চৌধুরী এর গোলঘর জ্বালিয়ে দেওয়া ও ভাংচুর ঘটনা,ফাঁকা গুলি বর্ষনের ঘটনার সাথে জড়িত নেই। এতদস্বত্তেও তাদের অন্যায় ভাবে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে পেকুয়া থানায় মামলা রেকর্ড করা হয়। তারা আরো জানান, ওই মামলার (ঘর জ্বালা মামলার) বাদী গং দিন দুপুরে পবিত্র শবে কদরের দিনে যুবলীগ নেতা ও স্থানীয় মেম্বার আবদুল জলিলের বৃদ্দ পিতা উকিল আহমদকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে । উক্ত হত্যা মামলাকে ধামাচাপা দেওয়ার জন্য মুলত এ ভাবে তাদেরকে মামলায় জড়িয়েছে। তারা উক্ত মামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত আসামীদের দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!