দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনা জেলার দুর্গাপুরে শনিবার আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ভুমি রক্ষার দাবীতে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালন করা হয়।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপন কমিটি,কারিতাস-ইআইপিএলআর,আইসিডিপি,ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন,সিবিএএনসি,এসিডিএফ,হাজংমাতা রাশিমণি,ওয়াইডব্লিওসিএ,ওয়াএমসিএ,সারা,সাকস্,হেবেিটট,ডিএসকে স্কোপ,বাগাছাস,বাহাছাস ও বিভিন্ন আদিবাসী সামাজিক সংগঠন এর সহায়তায় স্থানীয় নৃ-তাত্বিক আদিবাসী অডিটরিয়াম থেকে সকাল ১১টায় শতশত আদিবাসীদের অংশগ্রহনে এক বর্নাঢ্য র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ক্ষুদ্র-নৃ-তাত্বিক আদিবাসী অডিটরিয়ামে জমা হয়। সেখানে আদিবাসী নেতা মতিলাল হাজং এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, দিনব্যাপি আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার,উপাধ্যক্ষ রেমন্ড আরেং, আদিবাসী নেতা ও উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক স্বপন হাজং,প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক,বাগাছাস সভাপতি রুমেল মানকিন,বাহাছাস সভাপতি লিটন হাজং, উপজেলা টিডব্লিউ চেয়ারম্যান বঙ্কিম মানকিন,এনজিও সমন্বয় পরিষদ সভাপতি পঙ্কজ মারাক, বারসিক এমএন্ডসি অফিসার তোবারক হোসেন খোকন সহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ। বক্তারা বলেন আদিবাসীদের জন্য সঠিক নীতিমালা প্রনয়ন এর মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে। আদিবাসীদের সাংবিধানিক সীকৃতি দিতে হবে দিয়ে দাও নইলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
