ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলা সভাপক্ষে গতকাল বুধবার দিনব্যাপি ক্যাটলিষ্ট হ্যাক ভেটাস সুইস ইন্টার কোঅপারেশন বাংলাদেশ ও জেসি এফ যৌথ উদ্যোগে লোকাল এগ্রি-বিজনেস নেটওয়ার্ক প্রোগ্রাম ল্যান প্রকল্প কার্যক্রম অবহিতকরণ ও উপজেলা ব্যবসায়ী সমিতির সাথে প্রকল্পের সমঝোতা স্মারক বিষয়ক কর্মশাল অনুষ্ঠিত হয়েছে। বাগড়ি ব্যবসায়ী সমিতি ও জাগরণ চক্র ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান আফরোজা আক্তার লাইজু। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শাহ আলম খান, জাকির সিকদার, নুরুল ইসলাম, কাজি শহিদুজ্জামান মিন্টু, উজ্জল মিত্র, বিপ্লব সিকদার প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন পযায়ের ৪০ ব্যবসায়ী অংশ নেন।
রাজাপুরে যুগ্ম সচিব ও আ’লীগ নেতার বাড়িতে দস্যুতা, ৩ লক্ষাধিক টাকার মালপত্র লুট, নারী আহত
ত্রান ও দুযোর্গ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ড. জ্ঞানানন্দ বিশ্বাসের গ্রামের বাড়ি ও ঝালকাঠির রাজাপুর উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক অ্যাড. সঞ্জিব কুমার বিশ্বাস উপজেলার বিশ্বাস বাড়ি এলাকার বাড়িতে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাত দেড়টার দিকে দস্যুতার ঘটনা ঘটেছে। দস্যুরা সঞ্জিব কুমার বিশ্বাসের স্ত্রী অর্চণা বিশ্বাস রানীকে (৪৫) পিটিয়ে আহত করে এবং ঘরের অপরদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে নগদ ৮৫ হাজার টাকা, ৪ ভরি সোনা ও ৪ টি মোবাইলসহ মালপত্র লুট করে নিয়ে যায়। সঞ্জিব কুমার বিশ্বাস জানান, রাতে কৌশলে ঘরের পশ্চিম-দক্ষিণ পাশের দরজা খুলে মুখোশ পরিহিত ৩ জনসহ ৪ জন প্রবেশ করলে স্ত্রী অর্চণা টের পেয়ে ওই কক্ষে গিয়ে লাইট জ্বালালে তাকে মারধর করে আমাকেও অস্ত্রের মুখে বেঁধে ফেলে মালপত্র লুট করে নিয়ে যায়। ওসি মাসুদুজ্জামান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।