নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী সফল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান একে আজাদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মশিদুল হক, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, থানার ওসি শাহজাহান আলী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফারহানা খান, নন্দীগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক আলী প্রমুখ।
নন্দীগ্রামে জেলা বিএনপি নেতা তোহা ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আপেলের মুক্তির দাবীতে
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
বগুড়ার নন্দীগ্রামে জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী তোহা ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান আপেলের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা ও পৌর যুবদল,ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বাহির হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বাসষ্ট্যান্ডে পৌর যুবদলের সভাপতি আব্দুল মোমিন উজ্জলের সভাপতিত্ব্ েঅনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মারুফ তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাব্বত আলী, যুবদল নেতা আ.মুমিন, জেল্লাল হোসেন, শাহ আল হাফিজ, ছাত্রদল নেতা শাহ আলম, ফারুক হোসেন, শামিম, মানিক ও তারেক প্রমুখ।