কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষের উপর হামলা করেছে দুর্বৃত্তরা ।

আহত পরিমল চন্দ্র ঘোষের পরিবার সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আসন্ন ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের দলীয় প্রস্তুতির কার্যক্রম শেষে নিজ বাস ভবনে ফেরার পথে হামলার শিকার হন কালীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের এ কাউন্সিলর। তিনি বাসার গেটে প্রবেশের সঙ্গে সঙ্গে পিছন থেকে কে বা কারা তার মাথায় আঘাত করে। এ সময় তিনি আত্মচিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন। তার আত্মচিৎকারে আশপাশ ও বাসার লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলা খবর সর্বত্র ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হাসপাতালে ভীড় জমায় এবং নেতার উপর হামলার প্রতিবাদ জানায়। এ সময় কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান ও থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন শেষে তাকে হাসপাতালে দেখতে যান।
এ দিকে এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ তীব্র নিন্দা জানিয়েছেন। প্রতিমন্ত্রী ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।
