এম.এ ছালাম, মহাদেবপুর (নওগাঁ) : ভরা মৌসুমেও মুখে হাসি নেই নওগাঁর মহাদেবপুরের খোলশানি ব্যবসায়ীদের। হাসির বদলে মুখে বিষাদের ছায়া। নদী-নালা ও খাল-বিলে মাছ না থাকায় হাটবাজারে খোলশানি বিক্রি কমে যাওয়ায় এ পেশার সাথে সম্পৃক্তদের সংসারে নেমে এসেছে দুর্দিন। খোলশানি তৈরী ও বিক্রি পেশার সাথে এখানে জড়িত আছেন উপজেলার রামচন্দ্রপুর গ্রামের লোকমান আলীসহ অনেকে। এদের অনেকে বিগত ৪/৫ বছর ধরে এ কাজ করে সংসার চালাচ্ছেন। খোলশানি বিক্রি কমে যাওয়ায় এখন তাদের সংসারে নেমে এসেছে দুর্দিন। নদী-নালা ও খাল-বিলে মাছ না থাকায় তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ পেশার সাথে জড়িতরা জানান, একটি খোলশানী তৈরী করতে আগে খরচ হতো ৮০ থেকে ৯০ টাকা। একই খোলশানী তৈরী করতে এখন খরচ পড়ছে ১২০ থেকে ১৫০ টাকা। খোলশানী তৈরীর অন্যতম উপকরণ বাঁশের দাম বৃদ্ধি পাওয়ায় এর মূল্য বেড়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানান। মান অনুযায়ী একটি খোলশানী ১৮০ টাকা থেকে ২৫০ টাকায় বিক্রি হয়। নদী-নালা ও খাল-বিলে পর্যাপ্ত মাছ থাকলে বেশী দাম হলেও খোলশানী বিক্রিতে কোন অসুবিধা হয়না। বিগত বছরগুলোতে প্রচুর খোলশানী বিক্রি হতো। কিন্তুু এ বছর চিত্র সম্পুর্ণ উল্টো। খাল-বিলে মাছ তেমন না থাকায় মানুষজন খোলশানী ক্রয় করতে চাচ্ছেনা। খোলশানী দিয়ে অনেকেই বাণিজ্যিকভাবে মাছ শিকার করেন। তারা একসাথে অনেকগুলো খোলশানী ক্রয় করে থাকেন। সেই ব্যবসায়ীদেরও বাজারে এবার দেখা নেই।