এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামে ‘চাইল্ড কেয়ার হোম কিন্ডার গার্টেন ও খড়ের গাদায়’ অগ্নিসংযোগ করেছে দৃর্বৃত্তরা। মঙ্গলবার রাতের কোন এক সময় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ওই শিক্ষা প্রতিষ্ঠানটির বেশ কিছু কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়।
সরজমিনে জানা যায়, উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা গ্রামে সাবেক চেয়ারম্যান শ্যাম শঙ্কর দত্তের বাড়িতে মঙ্গলবার রাতের কোন একসময় কেরোসিন ঢেলে প্রথমে খড়ের গাদায় ও পরে সন্তোষ দত্ত পরিচালনাধীন ‘চাইল্ড কেয়ার হোম কিন্ডার গার্টেন’ এ অগ্নিসংযোগ করে দৃর্বৃত্তরা। এতে খড়ের গাদা পুরোপুরি পুড়ে গেলেও আংশিক ক্ষতিগ্রস্থ হয় শিক্ষা প্রতিষ্ঠানটি। পুড়ে যায় প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র। বুধবার সকালে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, সহকারি পুলিশ সুপার মো. ইউসুফ আলী, ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হেলালুজ্জামান সরকার, থানা অফিসার ইনচার্জ মো. হারেচ আলী মিঞা।
এব্যাপারে চাইল্ড কেয়ার হোম কিন্ডার গার্টেনের পরিচালক সন্তোষ দত্ত বলেন, গত বছর ফলদা কালি মন্দির পোড়ানোর ঘটনার মামলার জের ধরেই এ অগ্নিসংযোগের ঘটনা। এর আগেও বেশ কয়েকবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মন্দির পোড়ানোর ঘটনার মামলায় প্রধান আসামী সরকার দলীয় এক প্রভাবশালী ব্যক্তি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে পুলিশ গ্রেপ্তার করছেনা। শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনার সাথে তারাই জড়িত বলে আমার ধারণা।
এব্যাপারে টাঙ্গাইলের সহকারি পুলিশ সুপার মো. ইউসুফ আলী বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। যারা এ কাজ করেছে তাদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হেসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা কখনোই মেনে নেয়া যায়না। যারা এঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
