এইচ এম নাসির উদ্দিন আকাশ, ঝালকাঠি : ঝালকাঠি বিশ্বরোড কলেজ মোড়ের ষ্টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিক লীগ নেতা নান্নু মুন্সির (৩৮) উপর হামলা চালিয়ে প্রতিপক্ষ স্বন্ত্রাসীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী শুক্কুর ও একাধিক মামলার আসামী সাইদুলের ১০/১২ জনের একটি দল লাঠিসোটা নিয়ে অতর্কিত এ হামলার সময় নান্নুকে রক্ষা করতে এলে তার বড় ভাই মজিবর মুন্স (৪৮)কে পিটিয়ে মাথায় জখম ও বড় বোন সেলিনা বেগম (৩৪) পিটিয়ে গুরুতর আহত করেছে। বুধবার দুপুর ২ টায় শহরের বিকনা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে চালানো এ হামলায় গুরুতর আহত মজিবর মুন্স (৪৮)কে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নান্নু মুন্সি জানায়, ষ্টেম্পু শ্রমিক ইউনিয়নে ৬ বছর যাবত সে সভাপতি নির্বাচিত হলেও সংগঠনের সেক্রেটারী শুক্কুর ও কোষাধ্যক্ষ জাহাঙ্গির সিকদার তার কাছে সংগঠনের আয়-ব্যায়ের কোন হিসাব দেয়না। এ নিয়ে বিরোধে গত মাসে নান্নুর মেঝ ভাই কাজল মুন্সিকে মারধর করলে থানায় একটি লিখিত অভিযোগ করে। এতে প্রতিপক্ষ শুক্কুর ও সাইদুল সহ তাদের সহযোগীরা আরো ক্ষিপ্ত হয়ে ২৬ জুলাই তাকে মারার জন্য বাড়ী ঘেরাও করলে পুলিশের সহযোগীতায় রক্ষা পেলেও এরপর থেকে হামলার আশংকায় দিন কাটাতে থাকে। বুধবার দুপুরে পুনরায় শুক্কুর ও সাইদুল সহ ১০/১২ জন লোহার রড-লাঠি নিয়ে বসত বাড়ী সম্মুখে নান্নু মুন্সির উপর হামলা চালায়। তাকে রক্ষা করতে তার বড়ভাই ও বোন এগিয়ে আসলে তারাও হামলার শিকার হয়ে আহত হয়। এ সময় নান্নু মুন্সি ঝালকাঠি থানা পুলিশকে ঘটনা জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতী চলছে বলে জানা যায়।
