স্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৮ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ৫ আগষ্ট মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময়কালে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হায়দার আলীর কাছে তারা ওই মনোনয়নপত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর বাইরেও বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের অপর যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিনাল। বিএনপির প্রার্থী চূড়ান্ত না করায় সম্ভাব্য প্রার্থীর ৪ জনই মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম আবু ও জেলা যুবদলের শফিকুল ইসলাম মাসুদ। জাতীয় পার্টি (এরশাদ) একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সংগঠনের জেলা শাখার সভাপতি, বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন। এছাড়া জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হয়েছেন আমিনুল ইসলাম।
অন্যদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত সাবেক ভিপি বায়েজিদ হাসান ছাড়াও বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক যুবলীগ নেতা বেলাল হোসেন, সাবেক ছাত্রনেতা মোঃ মুছা মিয়া ও বিদায়ী ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু। এ পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত না হলেও যুবদল নেতা শফিকুল ইসলাম ও বিএনপি নেতা এংরাজ আলী মনোনয়নপত্র দাখিল করেছেন। জাতীয় পার্টির (মঞ্জু) সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন পার্টির জেলা শাখার সভাপতি আব্দুর রশিদ বিএসসি। জামায়াত সমর্থিত ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রার্থী হয়েছেন জাবেদ জাহান ইসলাম পরাগ। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বিদায়ী ভাইস চেয়ারম্যান শামীম আরা, বিএনপির আয়েশা খাতুন ও সুলতানা রাজিয়া মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, আগামী ৩১ আগস্ট শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চতুর্থ পর্যায়ে গত ২৩ মার্চ শেরপুর সদর উপজেলা নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সীমানা ও ভোটার তালিকা সংক্রান্ত আইনী জটিলতায় এতদিন আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত ছিল। শেরপুর সদর উপজেলার ১৪ ইউনিয়ন ও এক পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৭৫৫ জন। তন্মধ্যে পুরুষ ১ লাখ ৫৬ হাজার ৯শ ৬২ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭৯৩ জন। মোট ১৪০ ভোটকেন্দ্রের ভোটকক্ষ সংখ্যা ৯শ ৫২ টি।
উল্লেখ্য, ৩১ আগষ্ট শেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
