এইচ এম নাসির উদ্দিন আকাশ, ঝালকাঠি : অনার্স ৩য় বর্ষের পরীক্ষা দেয়া হলোনা ঝালকাঠির কাঠালিয়ার কলেজ ছাত্র মোঃ ফাইজুল ইসলাম ফাহাদ এর। সোমবার সকালে ঢাকা তেজগাও কলেজে অনার্স ৩য় বষের্র পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে সে কাঠালিয়া থেকে রওনা হয়ে জান। ফেরীঘাটে পৌছে ফাহাদ তার পিতা মোঃ লুৎফুর রহমানকে মোবাইলে জানান, আমি এমভি পিনাক – ৬ লঞ্চে নদী পাড় হচ্ছি। কলেজে পৌছে মোবাইল করব। টেলিভিশনে খবরের মাধ্যমে তার পরিবার মাওয়ায় লঞ্চ ডুবির ঘটনা জানতে পেরে ফাহাদের মোবাইলে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ঘটনার পরপরই তার বড় ভাই মোঃ ফয়সাল আহম্মেদ তাকে খুজতে ঘটনাস্থলে জান। ফাহাদ ২ ভাই ও এক বোনের মধ্যে ছোট ভাই। সে তেজগাও কলেজের কর্মাস বিষয়ে ৩য় বর্ষের ছাত্র ছিল। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।