পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মঙ্গলবার বিকেল ৪.০০টায় ট্রাক্টর লরির চাঁপায় ২নারী নিহত হয়েছেন। এরা হলেন উপজেলার হাপানিয়া গ্রামের মৃত. পাঞ্জর আলীর স্ত্রী রহিমা (৫৫) ও বাবুল মিয়ার স্ত্রী রোজিনা (৩৫)।
জানা গেছে, মঙ্গলবার বিকেল ওই দুই নারী রিক্সায় করে শ্যামগঞ্জ যাচ্ছিলেন। এ সময় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে পূর্বধলা উপজেলার মহিষবেড় নামক স্থানে বালু বোঝাই ট্রাক্টর লরি পেছন থেকে রিক্সাকে ধাক্কা দিলে রিক্সা সহ লরিটি পাশের খাঁদে পড়ে যায়। এতে ওই দুই নারী ঘটনা স্থলেই নিহত হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, লাশ নিহতের স্বজনেরা নিয়ে গেছে। তবে ব্যপারে কোন মামলা হয় নি।
