সাইদুল আনাম, দৌলতপুর, (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুরে স্বপন আলী নামে এক ব্যবসায়ীর বাড়িতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর করেছে। ৫ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার প্রাগপুর ইউপি’র সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, জামালপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী, মাদক ও অস্ত্র ব্যবসায়ী আরিফ (৩৩) ও মদনের (৩৫) নেতৃত্বে ৫/৭জনের একদল সন্ত্রাসী পূর্ব বিরোধের জের ধরে স্বপন আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা বাড়ি-ঘরে ইটপাটকেল নিক্ষেপসহ ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। প্রশাসনকে মাদক ও অস্ত্র ব্যবসা সংক্রান্ত তথ্য ওই সকল চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অবগত করা সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত কোন সন্ত্রাসী আটক বা গ্রেপ্তার হয়নি।