ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে বাসের চাপায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। ৪ আগষ্ট সোমবার রাতে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের সুমন (২৪) ও শাহ আলম (২৫)।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলা সদরের নুরুর দোকানের সামনে সোমবার রাত ৯টার দিকে কিশোরগঞ্জগামী একটি বাস পিছন থেকে একটি মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সুমন মারা যায়। গুরুতর আহত অবস্থায় শাহ আলমকে ময়মনসিংহ মেডকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। মোটর সাইকেল আরোহী দু’জন ভালুকা থেকে বাড়ীর উদ্দেশ্যে ধোবাউড়ার কলসিন্দুর যাচ্ছিল। পুলিশ বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
