ঝালকাঠি প্রতিনিধিঃ “মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার লক্ষ্য হবে সফল জীবন পাবার”এ প্রতিপাদ্য কে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিলসার্জন কার্যালয় গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় অলোচনা সভা। সিভিল সার্জন ডাঃ বিনয় কৃষ্ণ বিশ্বাস এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ খুরশিদ জাহান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক শংকর চন্দ্র রায় প্রমুখ।
