আমতলী (বরগুনা) প্রতিনিধি : আগামী নভেম্বর মাসে বরগুনার আমতলী উপজেলার ২১ মৌজায় ডিজিটাল পদ্ধতিতে ভুমি জরিপ শুরু হচ্ছে। সোমবার আমতলী উপজেলা পরিষদ মিলায়তনে ভুমি জরিপ বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেন জোনাল সেটেলমেন্ট অফিসার (যুগ্ন সচিব বরিশাল জোন সার্ভে বিভাগ) অশোক কুমার বিশ্বাস।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেন, পৌর মেয়র মতিয়ার রহমান, সহকারী কমিশনার (ভুমি) দেবেন্দ্র নাথ ওরাউ, সদর ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা ও এড. নুরুল ইসলাম, কায়েসুর রহমান ফকু প্রমুখ। যুগ্ন সচিব অশোক কুমার বিশ্বাস বলেন এ উপজেলার ৪৮ টি মৌজার মধ্যে প্রথম ধাপে ৭টি ইউনিয়নের ২১ টি মৌজার ডিজিটাল পদ্ধতিতে জরিপ কাজ শুরু করা হবে।
