ইমরান হোসাইন, তানোর (রাজশাহী) : স্বামীর ওপর অভিমান করে ট্রেনের নিচে প্রাণ দিলেন এক গৃহবধূ। ৪ আগষ্ট সোমবার সকালে নগরীর দড়িখরবোনা এলাকায় এ প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এনিয়ে জিআরপি থানা পুলিশ অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নগরীর দড়িখরবোনা এলাকার লাল্টু শেখের স্ত্রী ভানু বেগম (৪০) স্বামীর সঙ্গে ঝগড়া শেষে অভিমান করে ট্রেনের রেল ক্রসিংয়ে বসে ছিলেন। এ অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশনে ঢুকছিল। স্টেশনের নিকটে দড়িখরবোনা রেল ক্রসিংয়ে পৌঁছালে ভানু বেগম ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ভানু বেগমের কোমর থেকে শরীর দুভাগ হয়ে যায়। পরে ঘটনস্থলেই ভানু বেগম মারা যান।
দড়িখরবোনা এলাকার স্থানীয় বাসিন্দা আলম শেখ জানান, ভানু বেগমের স্বামী আগে জেলা খাদ্য অফিসে চাকরি করতেন। সেখানে চাকরি চলে যাবার পর এনজিও থেকে ঋণ নিয়ে তারা স্বামী-স্ত্রী দড়িখরবোনা মোড়ে ডিমের ব্যবসা করে আসছিলেন। কিস্তির টাকা পরিশোধ নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ হতো। আজ সকালেও কিস্তির টাকা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে স্বামীর ওপর অভিমান করে স্ত্রী ভানু বেগম ট্রেনের নিচে ঝাঁপ নিয়ে আত্মহত্যা করেছে বলে জানান।
বিষয়টি নিয়ে রাজশাহী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) সুনীল কুমার ঘোষ জানান, মৃতদেহের লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এনিয়ে জিআরপি থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
