নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে মাদকাসক্ত পুত্র মিলন মিঞা (২০) নামের এক যুবককে পুলিশে ধরিয়ে দিলেন পিতা-মাতা।
জানা গেছে, পত্নীতলা উপজেলার সরাইডাঙ্গা গ্রামের ইব্রাহিম হোসেনের পুত্র মিলন মিঞা (২০) দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। গতকাল সোমবার দুপুরে সদরের মাদক পল্লী তুড়ীপাড়ায় হিরোইন সেবনরত অবস্থায় পিতা-মাতার অভিযোগের প্রেক্ষিতে থানার এসআই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ মিলন মিঞাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মিঞা ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচানা করে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।