মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সোমবার কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ২০১৩ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।
জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সোসাইটির সভাপতি ফরিদ আহমদ বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল উদ্দিন, আগিয়া ইউপি চেয়ারম্যান সনোয়ার হোসেন চৌধুরী, শুধাংশু শেখর তালুকদার। অন্যান্যের মাঝে বক্তৃতা করেন, মতিউর রহমান, শামজাদ হোসেন খান, গোলম মোস্তফা, আ: রাজ্জাক, সাইদুর রহমান প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মেধা, ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত ২৯০জন শিক্ষার্থীর মাঝে সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়।
