নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে আবুল হাসেম (২৪) নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করে তার মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা। ৩ আগষ্ট রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আদগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত যুবক আবুল হাসেম চ-িপুর এলাকার ইসমাইল মাস্টারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে উপজেলা সদর থেকে চ-িপুরে বাড়ি ফেরার সময় আদগ্রাম এলাকায় কয়েকজন দুর্বৃত্ত হাসেমের পথরোধ করে। আবুল হাসেম মোটরসাইকেল থামালে তার ওপর চড়াও হয় দুর্বৃত্তরা। এ সময় আবুল হাসেমকে শ্বাসরোধ হত্যা করে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি বেশ রহস্যজনক। এটি পরিকল্পিত হত্যাকান্ড কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
