টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৪ আগষ্ট সোমবার বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম নজরুল ইসলাম (৩২)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার রামগতি গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আখেরুজ্জামান জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকার গোল চত্বরে নজরুল ইসলাম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
