খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রাথমিক বিদ্যালয় সংস্কারের নামে শিক্ষা অধিদপ্তরের ১৭ লাখ টাকা হরিলুটের অভিযোগ উঠেছে।
অভিযোগে প্রকাশ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০১৩/১৪ অর্থ বছরে ঝিনাইগাতী উপজেলার ৪৫টি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের জন্য ১৭ লাখ টাকা বরাদ্দ দেয়। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রাক্কলন তৈরি করে স্ব-স্ব বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককের মাধ্যমে তা বাস্তবায়ন করার কথা। কিন্তু এ উপজেলায় প্রকল্পের কাজ না করে ভূয়া মাষ্টার রোল দাখিল করে জুন ক্লোজিং এর পূর্বেই ওই টাকা উত্তোলন করে তা হরিলুট করা হয়। ওইসব অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে অনুসন্ধানে গিয়ে দেখা গেছে, আত্মসাতকৃত টাকা বৈধ করতে কোন কোন বিদ্যালয় কর্তৃপক্ষ এখন লোক দেখানোর জন্য দায়সারা গোছের কাজ করার চেষ্টা করছেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আমির আলীর সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিকের সাথে কথা হলে তিনি বিল উত্তোলনের পূর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির কাছ থেকে মুচলেকা লিখে বিলের ছাড়পত্র দেয়া হয়েছে বলে জানান।