জামালপুর প্রতিনিধি : স্বাস্থ্য সহকারী নিয়োগে সরকারি নীতিমালা লঙ্ঘনের অভিযোগে স্বাস্থ্য বিভাগের মহা-পরিচালকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা ঘটেছে। জামালপুরের সহকারী জজ আদালতে গত ২৭ জুলাই মনিরা আক্তার নামে ওই পদের একজন প্রার্থী এ মামলাটি দায়ের করেন।
মামলার বাদী দেওয়ানগঞ্জের কালিকাপুর গ্রামের রকিবুর রহমানের স্ত্রী মনিরা আক্তারের অভিযোগ, স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ দিতে ২০১৩ সালের ২৫ জুলাই দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও সিভিল সার্জনের কার্যালয় থেকেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দেওয়ানগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের জন্য একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ করার বিজ্ঞপ্তি দেখে মামলার বাদী যথাযথ নিয়মে এবং সরকারি নীতিমালা মোতাবেক আবেদন করেন। একই পদে প্রার্থী হন চিকাজানী ইউনিয়নের পুরাতন ১নং ওয়ার্ডের পূর্ব চুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা রাশেদা ইয়াসমীন। নিয়োগ নীতিমালা অমান্য করে আবেদন করার পরেও রাশেদা ইয়াসমীনের আবেদন বৈধ করে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণ ও নিয়োগ চূড়ান্ত করে গত ২৫ জুলাই ২০১৪ তারিখে ওয়েবসাইটে প্রকাশ করে।
সরকারি নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে আবেদনকারীকে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ দেয়ায় বাদী গত ২৭ জুলাই ২০১৪ তারিখে আদালতে মামলা দায়ের করেন। মামলা নং ৪৫/২০১৪ অন্য। মামলায় বিবাদী করা হয়েছে জামালপুরের সিভিল সার্জন, স্বাস্থ অধিদপ্তরের মহা পরিচালক, পরিচালক, স্বাস্থ্য বিভাগের ঢাকা বিভাগের পরিচালক, সরকারি নীতিমালা লঙ্ঘন করে নিয়োগ পাওয়া স্বাস্থ্য সহকারী রাশেদা ইয়াসমীন ও জামালপুরের জেলা প্রশাসককে। আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীদের আগামী ৩১ আগষ্টের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন।
জামালপুরের সিভিল সার্জন ডাঃ হাফিজুর রহমান জানান, আদালতে এ বিষয়ে মামলা হয়েছে কি না তা জানা নেই, আদালতের কারণ দর্শানোর কোন নোটিশও তিনি পাননি। তিনি জানান, নিয়োগের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিদ্ধান্ত নেয়।
