স্টাফ রিপোর্টার : যুদ্ধাপরাধ ইস্যুসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠককালে শেরপুরে ৩ ছাত্র শিবির কর্মী গ্রেফতার হয়েছে। ১ আগস্ট শুক্রবার বিকেলে ডিবি পুলিশ গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলার গাজীর খামার এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এরা হচ্ছে সদর উপজেলার বুড়িয়ারপাড় গ্রামের কেরামত আলী (২৪ ), কুমরী মুদিপাড়ার রাশেদুল ইসলাম (২৮) ও নালিতাবাড়ীর কাউয়াকুড়ি গ্রামের মাহফুজুর রহমান (৩০)।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ওই ৩ শিবির কর্মীকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতরা নাশকাতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।