জয়দেব দাস, কলকাতাঃ মুম্বইয়ে মডেলকে ধর্ষণের মামলায় নয়া মোড়। এক্ষেত্রে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অফ পুলিশ সুনীল পারস্করের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই মামলায় এবার মডেল পুনম পান্ডেকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
জানা গিয়েছে, অভিযোগকারিণী মডেল পুলিশকে বলেছেন যে, পুনম পালাস্কর ঘনিষ্ঠ এবং তাঁর পেশাগত প্রতিদ্বন্দ্বী। এই কারণেই পারস্কর তাঁকে নিগ্রহ করেছেন বলে অভিযোগকারিণী মডেলের দাবি। চলতি মাসের গোড়াতে ট্যুইটারেও তিনি একই দাবি করেছিলেন।পারস্করের সঙ্গে তাঁর কী ধরনের সম্পর্ক তা জানতেই পুলিশ পুনমকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে। পুলিস সূত্রের খবর, অভিযোগকারিণী ও পুনমের মধ্যে ট্যুইটারে কিছু বার্তা বিনিময় হয়েছিল।
পারস্করের বিরুদ্ধে অভিযোগ, তিনি নভি মুম্বইয়ে একটি অ্যাপার্টমেন্টে ওই মডেলকে ধর্ষণ করেছিলেন।যদিও পারস্কর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছেন। তাঁর দাবির স্বপক্ষে তিনি খুব শীঘ্রই যাবতীয় তথ্যপ্রমাণ পুলিশকে দেবেন বলেও জানিয়েছেন পারস্কর।
পুলিশের জিজ্ঞাসাবাদের সময় পারস্কর অভিযোগকারিণীর সঙ্গে তাঁর পরিচয়ের কথা স্বীকার করে নিয়েছিলেন।
