শ্যামলবাংলা ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্যে ভূমিধসে দেড়শতাধিক মানুষ মাটিচাপা পড়েছে। ৩০ জুলাই বুধবার ভোর ৫টার দিকে পুনে শহরের আম্বিগাঁওয়ে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা সম্ভব হলেও বাকিরা মাটিচাপায় রয়েছেন বলে আশংকা করা হচ্ছে।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পুনের আম্বিগাঁও তেহসিলের মালিন গ্রামের মানুষ যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, তখন ওই ঘটনা ঘটে। সেখানে ভারী বৃষ্টিও হচ্ছে। ভূমিধসে ওই গ্রামের ৪২ থেকে ৫০টি ঘর চাপা পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে উদ্ধারকারী দল কাজ করছে বলে তিনি জানান। তবে গ্রামটি যোগাযোগ-বিচ্ছিন্ন হয়ে পড়ায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা কঠিন হয়ে পড়েছে। ঘটনাস্থলে দুর্যোগ ব্যবস্থাপনা দল, বুলডোজার, অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। স্থানীয়রাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন। মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।
