শ্রীবরদী প্রতিনিধি : পারিবারিক কলহের জের ধরে পাষাণী এক স্ত্রীর হাতে স্বামী ছৈয়দুর রহমান ফজু (৫৫) খুন হয়েছে। ঘাতক স্ত্রী আসমা বেগম (৪০)কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বাড়ির লোকজন। এ ঘটনাটি ঘটেছে ৩০ জুলাই বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামে । এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

নিহতের বাড়ির লোকজন জানান, ছৈয়দুর রহমানের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর প্রায় ১০ বছর আগে আসমা বেগমকে দ্বিতীয় বিয়ে করে। কিছুদিন যাবত তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে আজ সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’জনেই দা কুড়াল নিয়ে মারমুখী হয়ে পড়ে। এ সময় স্ত্রীর কুড়ালের আঘাতে গুরুতর আহত হয় স্বামী। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পথে সে মারা যায়।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ফসিহুর রহমান জানান, স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আসমা বেগমকে আটক করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
