স্টাফ রিপোর্টার : বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ছাত্র বন্ধু পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই রবিবার বিকেলে শেরপুর শহরের উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ওই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার। ছাত্র বন্ধু পরিষদের সভাপতি রেজাউল করিম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রফিক মজিদ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মজিবুর রহমান মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই, উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসীন আলী আকন্দ, সাংবাদিক আবুল হাশিম, মহিউদ্দিন সোহেল, সমাজ সেবক হাসানুর রহমান আলাল, আক্তার হোসেন ফর্সা প্রমূখ। ইফতার মাহফিলে ছাত্র বন্ধু পরিষদের সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
