চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : চারঘাট পৌর আ’লীগ কায্যালয় কতৃর্ক আয়োজনে গতকাল রবিবার সরদহ মহাবিদ্যালয়ে চত্তরে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে ভারপ্রাপ্ত পৌরআ’লীগ সভাপতি লোকমান আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা আ’লীগ আহবায়ক মোঃ আনোয়ার হোসেন । বিশেষ অতিথি ছিলেন যুগ্ন আহব্য়ক ফকরুল ইসলাম,পৌর আ’লীগের আহবায়ক জনাব আলী, পৌর সাঃ সম্পাদক সাহাজউদ্দ্নি, সাবেক পৌর আ’লীগের সভাপতি মোজাফ্ফÍ হোসেন,জেলা সিনিয়র সহ সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব, জেলা সাংগঠনিক সম্পাদক শা¤িমর হোসেন ,থানা যুবলীগের সভাপতি এমদাদুল হক,থানা কৃষক দলের সভাপতি কাজী সেহাব(তনু),সাংগঠনিক সম্পাদক শাহিন, ছাত্র লীগের আহবায়ক সদস্য তুষার ও নাজমুল হক খোকন প্রমুখ ।
