শ্যামলবাংলা স্পোর্টস : স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান কমনওয়েলথের ২০তম আসরের ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতেছেন বাংলাদেশের আব্দুল্লাহ হেল বাকি। বাকির এই সাফল্যে ২০০২ সালে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ জয় করা আসিফ হোসেন খান নিজ জেলা পাবনায় মিষ্টি বিতরণ করেছেন। শুক্রবার ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে বাকি এ কৃতিত্ব অর্জন করেন। ১০ মিটার এয়ার রাইফেলে ২০২.১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে অবস্থান করছে। ২০৫.৩ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থানে রয়েছে ভারতের অবিনব বিন্দ্র।
আসিফ জানান, ঈদের ছুটিতে বাড়ি এসেছি। বাকির খবরে পেয়ে আমি খুবই আনন্দিত। সবাইকে মিষ্টি খাইয়েছি তার এই সাফল্যে। আমার পক্ষ থেকে বাকিকে শুভেচ্ছা। আমরা শ্যূটারা আবারও প্রমাণ করতে পেরেছি। বাংলাদেশে এই ইভেন্টের সম্ভাবনা খুবই ভাল। এখনই সবাইকে এগিয়ে আসা উচিত শ্যূটিংয়ের উন্নতির জন্য। তিনি আরও বলেন, দেশের সব বড় বড় ক্লাবগুলোকে এই ইভেন্টে এগিয়ে আসতে হবে। শুধু সরকার নয়, দেশে যাদেরই সুযোগ আছে আমাদেরকে হেল্প করতে হবে।
ভারতের অবিনব বিন্দ্রর সাফল্যে আসিফ বলেন, আমি আসলে নিজের ভুলের কারণে আজ এখানে। ঠিক মত অনুশীলন করলে হয়তো এখন বিন্দ্রকে ছাড়িয়ে যেতাম। তবে আমাকেও ঠিকমত গাইড করতে ব্যর্থ হয়েছে সবাই।
