ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছাতকে মনসুর (২৮) নামের মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে চোরাই সাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়। মনসুর জামালগঞ্জ থানার দূর্লভপুর গ্রামের হাজী ইসমাইল আলীর পুত্র। এ সময় শহরের বাগবাড়ি এলাকার শামীম ও তাতিকোনা এলাকার ইদ্রিস নামের তার দু’সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। চোরাই সাইকেলটি জামালগঞ্জের মানিগাঁওয়ের জামাল হোসেনের বলে জানা যায়। ওসি শাহজালাল মুন্সি জানান, আটক মনসুরের কাছ থেকে মোটরসাইকেল চুরির সাথে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়া গেছে। মনসুর বর্তমানে ছাতক শহরের ছোরাবনগর এলাকার ভাড়াটে বাসিন্দা।
