মাফুজা আফরিন মনি, কালীগঞ্জে (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত নতুন মুক্তিযোদ্ধাদের নামে ভাতার আংশিক টাকা থানা কমান্ডার আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলায় ৬৬ জন নতুন মুক্তিযোদ্ধার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে প্রত্যেকের নামে ৫১ হাজার টাকা করে ভাতা বরাদ্দ হয়। গত বৃহস্পতিবার থানা কমান্ডার মোঃ মোস্তফা মিয়া ৩৮ জন মুক্তিযোদ্ধার নিকট থেকে চেক নিয়ে সোনালী ব্যাংক কালীগঞ্জ শাখায় জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষের নিকট থেকে তিনি ১৯ লক্ষ ৩৮ হাজার টাকা গ্রহন করেন। পরে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণকালে কমান্ডার মোস্তফা প্রত্যেকের নিকট থেকে ১০ হাজার টাকা করে উৎকোচ রেখে ৪১ হাজার টাকা প্রদান করে তিনি মোট ৩ লক্ষ ৮০ হাজার টাকা হাতিয়ে নেন।
বক্তারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাসমত জানান, তার ইউনিয়নের ৪/৫ জন নতুন মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পেয়েছে। তাদের প্রত্যেকের নিকট থেকে কমান্ডার মোস্তফা ১০ হাজার করে কেটে রাখেন। নতুন মুক্তিযোদ্ধার ভাতার তালিকায় অন্তর্ভূক্তি নাগরী ইউনিয়নের পাড়াবর্তা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার জানান, আমাকেও ৫১ হাজার টাকার মধ্যে ৪১ হাজার প্রদান করেন কমান্ডার মোস্তফা। নাম প্রকাশে অনিচ্ছুক নতুন ভাতা প্রাপ্ত একাধিক মুক্তিযোদ্ধা জানান, হিন্দু ও খ্রীষ্টান ব্যতীত আমাদের ৩৮ জন মুসলমান মুক্তিযোদ্ধার মধ্যে ৫১ হাজার টাকার স্থলে ৪১ হাজার করে প্রদান করে অবশিষ্ঠ টাকা দুর্নীতিবাজ কমান্ডার মোস্তফা আত্মসাৎ করেন। তারা আরো বলেন, এই কমান্ডারের বিরুদ্ধে ইতিপূর্বেও অসংখ্য অনিয়মের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ব্যাংক ব্যবস্থাপক জানান, ঈদে কর্ম ব্যস্ততার কারনে সমুদয় টাকা কমান্ডার মোস্তফার নিকট প্রদান করেন।
এ ব্যাপারে থানা কমান্ডার মোস্তফা জানান, মন্ত্রণালয়ে দৌড়-ঝাপ করে নতুন মুক্তিযোদ্ধাদের নামে ভাতা বরাদ্দ করাতে অনেক টাকা খরচ করতে হয়েছে। তাই প্রত্যেক মুক্তিযোদ্ধা খরচ বাবদ আমাকে খুশি হয়ে কিছু টাকা দিয়েছে।
