রেজাউল করিম, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলা এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উদ্যোগে অগ্নিকান্ড নির্বাপণে মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা এডিপি ওয়ার্ল্ড ভিশন শাখা অফিস কম্পাউন্ডে অনুষ্ঠিত মহড়া পরিচালনায় ছিলেন জেলা জেলা ফায়ার সার্ভিসের ডেপুটি পরিচালক দুলাল মিয়া, এডিপি ওয়ার্ল্ড ভিশনের স্পেশালিষ্ট খাদেকুজ্জামান, নিরাপত্তা সমন্বয়কারী দেলোয়ার হোসেন, প্রজেক্ট অফিসার হাফিজুর রহমান সোহাগ ও স্বাস্থ্য প্রকল্প ম্যানেজার জেমস শিকদার।
এতে অংশ গ্রহণ করেন এডিপি ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা ও কর্মচারীরা।