ads

বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০১৪ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুর-ঢাকা মহাসড়কের বেহাল দশা : জনদূর্ভোগ চরমে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জুলাই ২৪, ২০১৪ ২:০৬ অপরাহ্ণ

pic-1হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুর-কাপাসিয়া-ঢাকা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কারর্পেটিং ও ইটের সলিং ঊঠে বড়-বড় গর্তের সৃষ্টি হয়ে যানচলাচলে অনুপোযুগী হয়ে পড়েছে। ফলে এসব স্থানে গাড়ী উল্টে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। তাই ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার চেয়েছেন।
সরেজমিনে গতকাল বুধবার (২৩ জুলাই) ওই মহাসড়কের বিভিন্ন স্থানে দেখাযায়, থানার সামনের রাস্তা,দ্বীপেশ্বর খানকা সামনে রাস্তা, হোসেনপুর ডিগ্রী কলেজ মোড়, নতুন বাজার মোড়,হাসপাতাল চৌরাস্থাসহ অসংখ্য স্থানে ছোট-বড় খানাখন্দে ভরা। ফলে গুরুত্বপূর্ণ এ মহাসড়কটি যানচলাচলের অনুপোযুগী হয়ে পড়েছে।তাছাড়া বেশ কয়েকটি স্থানে পানি ও কাদা জমে বড়-বড় গর্তের সৃষ্টি হওয়ায় ছোট ও মাঝারি যানবাহন আটকে গিয়ে প্রায়ই দূর্ঘটনায় পতিত হচ্ছে।
উল্লেখ্য,ঢাকা-হোসেনপুর মহাসড়কে প্রতিদিন শতশত বাস ,ট্রাক,পাইভেটকারসহ বিভিন্ন যানবাহন বিপদজনকভাবে চলাচল করছে। বিশেষ করে ঈদ উপলক্ষে যানবাহনের সংখ্যা বেড়ে গিয়ে মহাসড়কে যানজট সৃষ্টি হয়ে জন দূর্ভোগ চরমে পৌছেছে। এ যেন দেখার কেউ নেই।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আবু ইউসুফ জানান, মহাসড়ক সংষ্কার ও রক্ষনা-বেক্ষণ খাতে বরাদ্ধ অপ্রতুল থাকায় সময়মত মেরামত করা সম্ভব হয়ে উঠেনা।তবে ঈদ উপলক্ষে সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে খুব দ্রুত সময়ে সড়কের অবস্থা উন্নতি হবে।

হোসেনপুরে সোনালী ব্যাংক থেকে মোটর সাইকেল চুরি

Shamol Bangla Ads

হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে সোনালী ব্যাংক থেকে তালা ভেঙ্গে দিন-দুপুরে মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে দুবৃত্তরা।
জানাযায়, গত মঙ্গলবার (২২ জুলাই) সোনালী ব্যাংকের হোসেনপুর শাখায় কর্মরত সিনিয়র অফিসার মোঃ কবির উদ্দিন ব্যাংকের নিচতলায় ডিসকোভার ১৩৫ সিসি (নম্বর কিশোরগঞ্জ ল-১১-০২৯১) মোটর সাইকেলটি নিচতলায় তালাবদ্ধ রেখে প্রতিদিনের মত দু-তলায় অফিসিয়াল কাজ করতে যায়। বিকেলে বাড়ি যাওয়ার সময় দেখে তার মোটর সাইকেলটি নেই। বিভিন্ন স্থানে খুজা-খোজি করেও মোটর সাইকেলটি পাওয়া যায়নি। এ ব্যাপারে হোসেনপুর থানায় জিডি (নং ৭৩৬ তারিখ-২২/০৭/২০১৪ ইং) করা হয়েছে।উল্লেখ্য,দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র হোসেনপুরের বিভিন্ন এলাকা থেকে অর্ধ-শতার্ধিক মাটর সাইকেল চুরি করে নিয়ে গেলেও এ চক্রের মূলহোতা গ্রেফতার না হওয়ায় মোটর সাইকেল চুরি বেড়েই চলছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!