মো: আবুল কাশেম, লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) : পার্বত্য খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ৩টি অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ’র ২সন্ত্রাসীকে সেনাবাহিনী আটক করেছে। ২৩ জুলাই বুধবার বেলা ১২টার দিকে সেনাবাহিনী দুল্যাতলী এলাকার আলগা পাড়ায় খিলু অং মার্মা(৪০), ও রোপন চাকমা(২২) কে অস্ত্রসহ আটক করে থানায় সোর্পদ করে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো হলো একনলা বন্দুক ২টি, এলজি ১টি, ৮রাউন্ড তাজা গুলি, সেনাবাহিনীর পোশাক ১সেট রয়েছে। দুল্যাতলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ফাহাদ এ অস্ত্র উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন বলে জানা গেছে। লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ রতন কুমার দাশ গুপ্ত জানান, আসামী ও অস্ত্রসহ থানায় পুলিশী হেফাজতে রয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
